খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে ১৪ জন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৩৩ পিএম
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ১২ দিন ধরে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হচ্ছে। বেগম জিয়ার এ বিদেশ যাত্রায় তার সঙ্গে থাকা ১৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে দলটি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এতে খালেদা জিয়ার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী এবং গৃহপরিচারিকাসহ মোট ১৫ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় বেগম জিয়ার সফর সঙ্গী হিসেবে রয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার ছোট পুত্রবধূ সায়েদা শামিলা রহমান। এছাড়া রয়েছেন ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ ও মো. জাফর ইকবাল।

এ ছাড়া তালিকায় রয়েছেন মোহাম্মদ আল মামুন, হাছান শহরিয়ার ইকবাল, সাইদ সামিন মাহফুজ—যারা বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আরও রয়েছেন মো. আব্দুল হাই মোল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মো. মাসুদুর রহমান (সহকারী ব্যক্তিগত সচিব) এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা সিকদার।

এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সফরে ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা যায়।