৫ ব্যাংকের কেউ ক্ষতিপূরণ পাবেন না: গভর্নর

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ০৭:২৫ পিএম

একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার ও সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য এখন শূন্য হিসেবে গণ্য করা হবে। কেউই কোনও ক্ষতিপূরণ পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ‘পাঁচটি ব্যাংকের নিট সম্পদের মূল্য এখন নেতিবাচক অবস্থায় পৌঁছেছে। ১০ টাকার মুখমূল্যের বিপরীতে সর্বোচ্চ ঘাটতি দাঁড়িয়েছে ৪৫০ টাকা পর্যন্ত। ফলে এসব ব্যাংকের শেয়ারমূল্য কার্যত শূন্য। স্পনসর শেয়ারহোল্ডার বা সাধারণ বিনিয়োগকারী—কেউ ক্ষতিপূরণ পাবেন না।’

গভর্নর  জানান, এসব ব্যাংককে আনুষ্ঠানিকভাবে নন-ভায়েবল বা অননুমোদনযোগ্য ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ করেছে। এখন থেকে এসব ব্যাংক বাংলাদেশ ব্যাংক নিয়োজিত প্রশাসকদের অধীনে পরিচালিত হবে।

তিনি বলেন, ‘এই ব্যাংকগুলোর একীভূত প্রক্রিয়া শেষ হলে নতুন প্রতিষ্ঠানটি হবে শক্তিশালী, স্থিতিশীল ও সরকার-মালিকানাধীন। তবে চূড়ান্ত একীভূতকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিটি ব্যাংক পৃথকভাবে বেসরকারি ব্যাংক হিসেবেই পরিচালিত হবে।’

অমানতকারীদের বিষয়ে গভর্নর জানান, দুই লাখ টাকার কম আমানতকারীরা দ্রুত তাদের অর্থ তুলতে পারবেন। অন্যদের অর্থ ফেরতের প্রক্রিয়া পর্যায়ক্রমে নির্ধারণ করা হবে। তিনি সবাইকে আতঙ্কিত হয়ে টাকা তুলে না নিতে আহ্বান জানান।

গভর্নর আরও বলেন, ‘একীভূত ব্যাংকে আমানতের বিপরীতে বাজারদরভিত্তিক সুদহার বজায় থাকবে এবং ব্যাংকের কোনও কর্মচারী চাকরি হারাবেন না।’

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই পাঁচ ব্যাংকের ওপর সরাসরি হস্তক্ষেপ শুরু করেছে এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে পুনর্গঠন প্রক্রিয়া হাতে নিয়েছে।