খেলাপি ঋণের বাস্তব চিত্র উন্মোচনে সন্তোষ প্রকাশ আইএমএফের

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৮:৫৮ এএম

দেশে খেলাপি ঋণের পরিমাণ লাগামছাড়া পর্যায়ে পৌঁছালেও এর প্রকৃত চিত্র প্রকাশ করায় বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকে সংস্থাটির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ মনোভাব প্রকাশ করা হয়।

আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংস্থাটির ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকস বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিও। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ড. এজাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র জানায়, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী সরকারি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে এ হার এখনো আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। চলতি বছরের জুন শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬৭ হাজার কোটি টাকা, যা এক বছরে প্রায় ৪ লাখ কোটি টাকা বেড়েছে। সরকারি ব্যাংকগুলোতে খেলাপির হার ৪০ শতাংশের বেশি, আর বেসরকারি ব্যাংকেও তা ১০ শতাংশ ছাড়িয়েছে।

বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এবং অন্যান্য পুনঃঅর্থায়ন স্কিমে বৈদেশিক মুদ্রার ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে। একই সঙ্গে তারা মূল্যস্ফীতি, সুদের হার, রিজার্ভ ব্যবস্থাপনা ও ব্যাংক খাতের সংস্কার অগ্রগতির বিষয়ে বিস্তারিত তথ্য নেয়।

মূল্যস্ফীতি কিছুটা কমায় প্রশংসা জানালেও প্রতিনিধি দল সতর্ক করেছে, দীর্ঘমেয়াদে সংকোচনমূলক নীতি যেন বিনিয়োগের গতি ব্যাহত না করে।

এছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক স্থিতি, প্রভিশন ঘাটতি, পুনঃমূলধন, তারল্য সংকট এবং সবুজ অর্থনীতিতে বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কেও জানতে চায় সংস্থাটি।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, “আইএমএফের পঞ্চম রিভিউ মিশন নিয়মিতভাবে পর্যালোচনা করছে ঋণের শর্ত বাস্তবায়নের অগ্রগতি। তারা মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সুদের হার, রিজার্ভ ব্যবস্থাপনা ও খেলাপি ঋণ কমানোর পদক্ষেপগুলোতে নজর দিচ্ছে।”