রাজধানীর তেজগাঁওয়ের হোলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বুধবার (৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনার পরপরই চার্চসংলগ্ন এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান—বিস্ফোরণের শব্দ শোনার পর তিনি বাসা থেকে বাইরে বের হন এবং দেখেন চার্চের সামনের অংশে ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পরে তিনি চার্চের নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলেন। তারা জানান, তারা দুজন ব্যক্তিকে ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমকে বলেন, আমরা এ ধরনের একটি খবর পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।
বিস্ফোরণের উদ্দেশ্য, কারা বা কী কারণে এটি ঘটিয়েছে—তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি নাশকতা, সন্ত্রাসমূলক উদ্দেশ্য না কি স্থানীয় কোনো বিরোধের অংশ—তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর হোলি রোজারি চার্চ ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এম