জুলাই বর্ষপূর্তিতে বিএনপির ৪ নেতার মৃত্যু

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:১৬ এএম
ছবি : সংগৃহীত

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ মিছিলে পাকুন্দিয়া, শাহরাস্তি, গৌরনদী ও কাপাসিয়ায় বিএনপি ও যুবদলের চার নেতার মৃত্যু হয়েছে। হৃদরোগ ও হিটস্ট্রোকে তাদের মৃত্যু হয়েছে। 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনন্দ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আল আমিন উপজেলার কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন। চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশে যোগ দিতে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মিজানুর রহমান নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মিজানুর রহমান রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের আ. মমিনের ছেলে। 

বরিশালের গৌরনদীতে বিএনপির সমাবেশস্থলে হিটস্ট্রোকে মিরাজ ফকির নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহিরউদ্দিন স্বপনের সমর্থনে সমাবেশে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মিরাজ ফকির পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাকাল গ্রামের মৃত মহব্বত আলী ফকিরের ছেলে। তিনি আগৈলঝাড়ার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাকাল ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। 

গাজীপুরের কাপাসিয়ায় বিজয় মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই যুবদল নেতা ও পরিবহণ ব্যবসায়ী মোস্তাক আহমেদের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার টোকনগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে এবং টোক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।