‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০৪:০০ পিএম

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানস্থলে বেলুন বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। 

আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩) ও মো. মিহাত (১৭)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে বলেন, “আহত ১০ জন আমাদের হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যায়। তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

বেলুনটি হেলিকপ্টারের আদলে গ্যাস বেলুনটি তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।