বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক আগামী ৮ আগস্ট সকাল ১০টা ১ মিনিট থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অনুসারে, সইয়ের দিন বাদ দিয়ে সাত দিন পর থেকে এই শুল্কহার কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী, শুল্ক কার্যকরের সময় নির্ধারিত হয়েছে রাত ১২টা ১ মিনিট। সেই হিসাবে বাংলাদেশ সময় হবে সকাল ১০টা ১ মিনিট। এই সময়ের পর যুক্তরাষ্ট্রে পৌঁছানো কিংবা গুদাম থেকে ছাড় করা পণ্যের ওপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
তবে শর্তসাপেক্ষে কিছু পণ্য নতুন শুল্কহার থেকে অব্যাহতি পাবে।
হোয়াইট হাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ আগস্ট রাত ১২টা ১ মিনিটের মধ্যে (ইটি সময়) যদি কোনও পণ্য জাহাজে লোড হয়ে ট্রানজিটে থাকে এবং ৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে যুক্তরাষ্ট্রের গুদাম থেকে ছাড় করা হয়, তাহলে সেই পণ্যের ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে না।
এর আগে ৩১ জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়, পূর্বঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।