রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে দিনেদুপুরে ফজলে রাব্বী সুমন নামে (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) দুপুরে রায়েরবাজার বুদ্ধিজীবী ১ নম্বর পূর্ব গেটের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে।
পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে।
নিহতের বাবা বশির উদ্দিন বলেন, “আমার ছেলে সাইনবোর্ড এলাকায় একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করত। সকালে আমার ছেলে মোহাম্মদপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পরে আমি জানতে পারি আমার ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন আমার নাতিপুতিদের কী হবে।”
মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, “রায়েরবাজার কবরস্থানের সামনে বসেছিলেন সুমন। হঠাৎ মুন্নাসহ কয়েকজন এসে সুমনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “সে আগে পাবনা গলিতে থাকত। এখন নারায়ণগঞ্জ এলাকায় থাকত। প্রাথমিকভাবে জানতে পেরেছি মুন্নার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত সুমনের নামে আগের কোনো মামলা আছে কি না সেটার খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।”