নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে যাওয়া বন্ধ করুন : সারজিস

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৮:১১ পিএম

দগ্ধদের দেখার নামে ঘটনাস্থলে ও বিভিন্ন হাসপাতালে দলবলসহ ভিড় করছেন রাজনীতিবিদরা। এতে রোগীর সেবা বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। 

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এ বিষয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না আপনার অজান্তে এই পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।”

এর আগে, দুপুরে রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।

আজ সোমবার (২১ জুলাই) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। তবে কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল ভবনের ক্যানটিনের ছাদে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে আগুন ধরে যায়।

প্রতিষ্ঠানটির কক্ষে থাকা শিক্ষার্থী ও কর্মচারীদের অনেকেই আগুনে দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।