জামায়াতের সমাবেশে হিন্দু মহাজোটের মহাসচিব যা বললেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৫:১২ পিএম
হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। সেখানে তিনি জামায়াতের শীর্ষ নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করে একের পর এক হত্যা করা হচ্ছিল, সেই সময় এই সিংহপুরুষ (জামায়াতের আমির) অকুতোভয় নিয়ে জামায়াতে ইসলামের হাল ধরে সারা দেশে দলকে সুসংগঠিত করেছেন। আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই।”

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “১৯৫৪ সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে, সেদিন থেকেই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করেছে। উদ্দেশ্য ছিল হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ধ্বংস করা। তারা প্রতারণা করেছে হিন্দুদের সঙ্গে।”

গোবিন্দ প্রামাণিক বিএনপির দিকেও অভিযোগ তুলে ধরেন। বলেন, “২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ভোলার চরফ্যাশনে শুধু এক উপজেলাতেই ২০০ জন হিন্দু নারী ধর্ষণের শিকার হন, কিন্তু সেই অপরাধের বিচার হয়নি। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামেও এক আদিবাসী কিশোরী চারজন বিএনপি কর্মীর দ্বারা ধর্ষিত হয়েছে।”

জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আরও বলেন, “আজ সারা বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি—এই সব চলছে।”

জামায়াতে ইসলামী সম্পর্কে গোবিন্দ প্রামাণিক বলেন, “জামায়াতে ইসলাম শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা একটি ইউনিভার্সাল ইউনিভার্সিটি। এখানে মানুষ নীতি শিক্ষা, আদর্শ শিক্ষা এবং ধর্ম অনুযায়ী জীবন ও দেশ পরিচালনার শিক্ষা পায়।”