রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার সাততলার কক্ষ থেকে আসিফ উদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
আসিফ নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ চর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যাংকার ছিলেন।
পুলিশের ভাষ্য, তারা খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার সাততলার রুম থেকে আসিফের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, “আসিফের স্ত্রী দেশের বাইরে চলে যাওয়ায় তিনি বাসায় একাই ছিলেন। ২ জুলাই রাত ১০টার দিকে তিনি তার নিজ কক্ষে দরজা লাগিয়ে দেন। তারপর থেকেই দরজা বন্ধ ছিল। দুর্গন্ধ বের হলে এলাকাবাসী আমাদেরকে বিষয়টি জানায়। পরে আমরা এসে দরজা ভেঙে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”