অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন ডাক্তারের কাছে, ফ্লাইওভারে বাসের ধাক্কায় মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১০, ২০২৫, ০২:৫৬ পিএম
হানিফ ফ্লাইওভার। ফাইল ফটো

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মঞ্জিল পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোছা. মেহেরুন্নেসা ঝুমি (২২) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্বামী মোটরসাইকেলচালক মুসা কলিম উল্লাহ (২৬) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে মেহেরুন্নেসার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার গাগড়া গ্রামে। তার বাবার নাম হারুন অর রশিদ। তিনি রাজধানীর মাতুয়াইল মুসলিম নগরে স্বামী ও চার বছর বয়সী মেয়ে মুনজারিনকে নিয়ে বসবাস করতেন।

নিহতের স্বামী কলিম উল্লাহ জানান, তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ডাক্তার দেখাতে তিনি তাকে মোটরসাইকেলে করে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। হানিফ ফ্লাইওভারে ওঠার পর পেছন থেকে মঞ্জিল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়, এতে তারা রাস্তায় ছিটকে পড়েন।

কলিম উল্লা বলেন, “আমরা মাটিতে পড়ার কিছুক্ষণ পর বাসটি আরেকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। যার আরোহী মো. রানা (২৫) আহত হন।”

[117518]

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ওয়ারী থানায় জানানো হয়েছে।