ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের প্রাণহানি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৭:২২ পিএম
বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। ছবি : সংবাদ প্রকাশ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশে আরও তিনজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন, আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৬৩ জন। 

সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে তিনজন এবং সিলেটে একজন রয়েছেন।

[117413]

গত ২৪ ঘণ্টায় ৪১১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৪০৯ জন। চলতি বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৮ শতাংশ নারী।