আরও ৮ জনের করোনা শনাক্ত

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:৪০ পিএম
করোনা পরীক্ষা। ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৫২৩ জন।

[117257]

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। বর্তমানে দেশে করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।