বরিশালের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৪:২০ পিএম
জেবুননেসা আফরোজ। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার বাসা থেকে বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুননেসা আফরোজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৬ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “শুক্রবার রাতে জেবুননেসা আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন।”

[115197]

২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মারা গেলে উপনির্বাচন তার স্ত্রী জেবুন্নেছা আফরোজ বরিশাল- ৫ (মহানগর-সদর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।