আবদুল হামিদের দেশত্যাগ, সহায়তাকারীদের শাস্তি দিতে না পারলে পদত্যাগ করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:৪৫ পিএম
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম। ছবি : কোলাজ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (৮ মে) দিনাজপুর একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কর্তন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উদ্বোধন শেষে জাহাঙ্গীর আলম বলেন, “আমাদের সীমান্তে ভয়ের কোনো কারণ নেই। আমাদের বর্ডার সম্পূর্ণ নিরাপদ (সিকিউর)। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কৃষকেরা ভালোভাবে ধান কাটতে পারবে।”

[114820]

স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা আরও বলেন, “কৃষকদের উঠান বৈঠকের জন্য প্রচুর টাকা দেওয়া হয়। উঠান বৈঠকের পয়সা পকেটে ঢুকাইয়েন না। পকেটে ঢুকাইলে আপনারা থাকতে পারবেন না। উঠান বৈঠকের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন।”