শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা গ্রেপ্তার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৯:৪৭ এএম
মিজানুর রহমান

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তা (পার্সোনাল অফিসার) এস এম মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। নিউমার্কেট থানার ওসি মোহসীন এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৭ মে) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার ল্যাবএইডের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, রাত ১০টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও পথচারীরা মিজানকে আটক করে। পরে তাকে নিউমার্কেট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ কর্মকর্তা মোহসীন বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মিজানুর রহমানের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। ২০০১ সাল থেকে তিনি শেখ হাসিনার বেসরকারি ব্যক্তিগত কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।