শর্মা খেয়ে তরুণের মৃত্যু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৮:১৮ এএম

চিকেন শর্মা খেয়ে প্রাণ হারিয়েছেন ভারতের মুম্বাইয়ের ১৯ বছরের এক তরুণ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (৩ মে) মুম্বাইয়ের ত্রোম্বে এলাকার একটি দোকান থেকে ওই তরুণ শর্মা কিনে খান। পরদিন থেকে প্রথমেশের পেট ব্যথা ও বমি শুরু হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই তরুণের নাম প্রথমেশ ভোকসে। 

চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েন প্রথমেশ। পরে তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানকার চিকিৎসক তাকে বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন থেকে প্রথমেশের অবস্থা আরও অবনতি হতে থাকে। পরে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান প্রথমেশ। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায় ও একটি এফআইআর দায়ের করে। 

পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আনন্দ কুম্বলে ও আহমেদ শেখ নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এরইমধ্যে মামলা দায়ের করা হয়েছে।