যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভবতী নারীদের জনপ্রিয় ব্যথানাশক টাইলেনল, যা প্যারাসিটামল নামেও পরিচিত—এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ওষুধটির সঙ্গে অটিজমের সম্পর্ক থাকতে পারে। তবে এখন পর্যন্ত এই সংযোগ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) ঘোষণা করেছে যে, প্যারাসিটামল জাতীয় ওষুধের গায়ে এমন এক লেবেল যোগ করা হবে, যেখানে এই ওষুধ শিশুদের অটিজম ও অতিচঞ্চলতা বা মনোযোগহীনতার (এডিএইচডি) ঝুঁকি বাড়তে পারে বলে উল্লেখ থাকবে।
এই সতর্কবার্তা পরপরই ট্রাম্প হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বলেন, ‘টাইলেনল খাবেন না। খাবেন না। যেভাবেই হোক খাওয়া থেকে বিরত থাকুন।’ তবে তিনি আরও বলেন, ‘কখনো কখনো হয়তো এই ওষুধ খেতে হতে পারে। তখন সেটা নিয়ে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।’
একই সঙ্গে ট্রাম্প শিশুদের ভ্যাকসিন দেওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেন। তিনি প্রস্তাব করেন, হাম, মামস ও রুবেলার টিকা একসঙ্গে দেওয়ার বদলে আলাদা আলাদা দেওয়া উচিত। ট্রাম্প বলেন, ‘এটা আমি আমার অনুভূতির ওপর ভিত্তি করে বলছি। হাম, মামস ও রুবেলা–এই তিনটি আলাদা করে নেওয়াই ভালো। এগুলো একসঙ্গে নিলে সমস্যা হতে পারে।’
ট্রাম্পের এ বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসক সংগঠন। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টস দীর্ঘদিন ধরে প্যারাসিটামলকে গর্ভাবস্থায় নারীদের জন্য নিরাপদ ওষুধ হিসেবে সুপারিশ করে আসছে।