ফুজিয়ানে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় পোদুল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০৮:৪৪ এএম
চীনের ফুজিয়ানের ঝাংপুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় পোদুল

চীনের ফুজিয়ান প্রদেশের ঝাংপুর উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় পোদুল। তার আগে তাইওয়ানের তাইতুং রাজ্যে বুধবার আঘাত আনে ঘূর্ণিঝড়টি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এসব তথ্য।

ফুজিয়ান উপকূলে পৌঁছার আগে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ওঠায় বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ৩০ মিটার রেকর্ড করা হয়। এ ছাড়া ফুজিয়ান প্রদেশের একাধিক জেলায় গত ২৪ ঘণ্টায় ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বেশ কিছু স্থানে দেখা গেছে বিদ্যুৎ-বিভ্রাট। বিদ্যুৎ-সংযোগ পুনরুদ্ধারে কাজ করছেন ৬ শতাধিক কর্মী, সঙ্গে রয়েছে ১ শতাধিক যানবাহন।

অন্যদিকে শিশি শহরে ঘূর্ণিঝড়টি আঘাত আনার আগে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল শহরটির ৭ হাজার ২০০ জন বাসিন্দাকে।

চীনের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফুজিয়ান প্রদেশে আঘাত আনার পর দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি।