দীর্ঘ ৪ বছর ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এ ছাড়া নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) এই ঘোষণা দেওয়া হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।
জান্তার মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, “আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো।”
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। চার বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এলো।