স্ত্রীর খরচের হাত এত লম্বা যে, যুবককে চাকরি ছেড়ে ছিনতাইয়ে নামতে হলো

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:১৮ পিএম
পুলিশের হাতে গ্রেপ্তার তরুণ পারেক। ছবি: সংগৃহীত

বিয়ের আগে ধারণা করতে পারেননি স্ত্রী খরচের হাত কত লম্বা। এখন তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থ জোগাড় করতে পারছিলেন না।  এরপরই এক কঠিন সিদ্ধান্ত নেন বিবিএ পাস যুবক। আরও বেশি অর্থ রোজগারের জন্য চাকরি ছেড়ে দিয়ে ছিনতাই করা শুরু করেন তিনি। তবে তার সেই কাজ বেশি দিন চলল না। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ওই যুবক।
 
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের নাম তরুণ পারেক। তিনি ভারতের রাজস্থানের জমওয়ারমগড় গ্রামের বাসিন্দা। বিবিএ পাস করার পর একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। এক মাস আগেই বিয়ে হয় তার। তবে বিয়ের পর থেকে স্ত্রীর বিলাসবহুল জীবনের চাহিদা মেটাতে অপারগ হচ্ছেলেন তিনি। এরপরই চুরি করার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই জয়পুরে এসে চুরি করতে থাকেন তিনি।

পুলিশ জানায়, সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটে। দিনের আলোয় এক নারীর গলা থেকে চেইন ছিনতাই করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণের নাম জানতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে তরুণকে চিহ্নিত করে। এরপর অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। 

অবশেষে গত শুক্রবার তরুণকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তারা জানান, অভিযুক্ত আর কোনো চুরি-ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত কি না, সেই বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।