বাড়ছে হতাশা, দ্রুত যুদ্ধের মাঠে ট্রাম্পকে চান নেতানিয়াহু 

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৮:১০ পিএম
বাড়ছে হতাশা, দ্রুত যুদ্ধের মাঠে ট্রাম্পকে চান নেতানিয়াহু 

ইরানের একের পর এক হামলায় মনোবল হারাতে শুরু করেছে  ইসরায়েল। তাই যুদ্ধের মাঠে যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

তবে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে হতাশ হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার জোট। একই সঙ্গে যত দ্রুত সম্ভব ইরানে হামলা বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত আসবে বলে আশা করেন নেতানিয়াহু। 

দেশটির দৈনিক হারেৎজ-এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন- এই ইঙ্গিতে নেতানিয়াহু ও তার জোট গভীর হতাশায় পড়ছেন। কারণ, নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন।

গিডিওন লেভি আল-জাজিরাকে বলেন, “এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যিই দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরী না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।”

লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষমও হয়, তবু দীর্ঘ মেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না।

এই বিশ্লেষক আরও বলেন, “কিছুই সমাধান হবে না। কারণ, ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে।” 

তিনি আরও যোগ করেন, ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে না—যেমন গাজা।