মিনিবাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ, নিহত ১৫

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৬:০৩ পিএম
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার গ্রামীণ অঞ্চলে একটি যাত্রীবোঝাই মিনিবাস ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) মধ্যরাতের দিকে ইস্টার্ন কেপ প্রদেশের মাকোমা শহরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে এ তথ্য জানিয়েছেন।

নিউজরুম আফ্রিকা সম্প্রচার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি সান।

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান বিনকোসে।

বিনকোসে বলেন, “নিহতদের ১৩ জনই মিনিবাসের যাত্রী। মিনিবাসটি কন্সে শহর থেকে কেপটাউন অভিমুখে যাচ্ছিল। যা ছিল প্রায় এক হাজার কিলোমিটারের এক দীর্ঘ যাত্রা।

এ দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

দক্ষিণ আফ্রিকায় একটি আধুনিক ও ব্যস্ত সড়ক নেটওয়ার্ক থাকলেও দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার অনেক বেশি। যা মূলত গতিসীমা লঙ্ঘন, বেপরোয়া চালনা এবং অনুপযুক্ত যানবাহনের কারণে ঘটে থাকে।

[114580]

দক্ষিণ আফ্রিকার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশনের সাম্প্রতিক তথ্যানুযায়ী, দেশটিতে ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। যাদের প্রায় ৪৫ শতাংশই ছিলেন পথচারী।