রোমান্টিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় তরুণ অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তটিনী। তাঁদের অনস্ক্রিন রসায়ন এতটাই বাস্তব মনে হয়েছে যে, দর্শকের অনেকেই ধরে নিয়েছেন—এই সম্পর্ক পর্দা পেরিয়ে বাস্তবেও গড়িয়েছে।
তবে সম্প্রতি ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে এসে সেই গুঞ্জনের অবসান ঘটালেন ইয়াশ রোহান নিজেই। স্পষ্ট ভাষায় তিনি বলেন,
“ও (তটিনী) আমার প্রেমিকা না। আমরা খুব ভালো বন্ধু এবং সহশিল্পী।”
একই বিষয়ে বছরখানেক আগে একই অনুষ্ঠানে তটিনীর কাছেও প্রশ্ন করা হয়েছিল। তিনিও একই কথা জানিয়েছিলেন— “হি ইজ জাস্ট মাই কো-আর্টিস্ট। হি ইজ গুড ফ্রেন্ড অব মাইন।”
তাহলে দর্শকের মনে এই ধারণা এল কীভাবে? এ প্রশ্নের জবাবে তটিনী হাসতে হাসতে বলেন, “আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি হয়তো এতটাই বাস্তব লাগে যে মানুষ ভাবে সত্যিই কিছু আছে। কিন্তু না, আমরা শুধু ভালো বন্ধু।”
ইয়াশও যোগ করেন, “একসঙ্গে অনেক কাজ করলে মানুষ নানা কথা বলে। কিন্তু গুঞ্জনটা সত্য নয়।”
সব মিলিয়ে বলা যায়—পর্দায় রোমান্স যতই হৃদয় ছুঁয়ে যাক, বাস্তবে ইয়াশ ও তটিনীর সম্পর্ক বন্ধুত্বের সীমাতেই সীমাবদ্ধ।