হোটেল থেকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৫:২২ পিএম

মালয়েশিয়ার একটি হোটেলের বাথটাব থেকে ‘নার্স দেবী’ নামে পরিচিত তাইওয়ানিজ ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

মালয়েশিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইনফ্লুয়েন্সার সিহ ইউ-সিনকে বাথরুমের মধ্যে অসাড় অবস্থায় দেখতে পান দেশটির জনপ্রিয় র‍্যাপার নামউই। তিনি সিপিআর দেওয়ার চেষ্টা করেন এবং দুপুর সাড়ে ১২টার দিকে জরুরি পরিষেবায় যোগযোগ করেন। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি। 

মালয়েশিয়ান র‍্যাপার নামউই অভিযোগ করেছেন, জরুরি পরিষেবা নাম্বারের যোগাযোগের প্রায় এক ঘণ্টা পরে অ্যাম্বুল্যান্স পৌঁছায়। 

গায়কের ভাষ্য, ‘যখন আমি ফোন করে জানতে চাইলাম তখন তারা আমাকে উল্টো বকাবকি করেছে এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন।’ 
 
সম্প্রতি সিহ ইউ-সিন শুটিংয়ের জন্য মালয়েশিয়া সফরে গিয়েছিলেন।

তার ম্যানেজার ক্রিস জানিয়েছেন, তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই সময় তাৎক্ষণিক জরুরি চিকিৎসার কোনো সুযোগ ছিল না। 

ম্যানেজার বলেন, “নার্স দেবী’র আকস্মিক মৃত্যুতে তার পরিবার শোকাহত। তার এ মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করা হয়েছে।