স্বামীর অপমানে ফুঁসে উঠলেন শ্রীময়ী, এবার চুপ রইলেন না

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৪:৩৮ পিএম

ওপার বাংলার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজকে নিয়ে ট্রল যেন পিছু ছাড়ে না। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কটু মন্তব্যের শিকার হন তারা। তবে এবার চুপ থাকলেন না শ্রীময়ী।

সম্প্রতি এক নেটিজেন কাঞ্চনের জন্মপরিচয় নিয়ে অশ্লীল মন্তব্য করেন একটি পোস্টের নিচে। বিষয়টি মেনে নিতে না পেরে শ্রীময়ী সরাসরি পদক্ষেপ নেন। তিনি ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলের লিঙ্ক শেয়ার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

নিজের ফেসবুক পোস্টে শ্রীময়ী লিখেছেন— “সাধারণত আমি এতটা প্রতিক্রিয়া দিই না। অনেকেই মজা করে মন্তব্য করেন, আমরা তা দেখেও হাসি বা এড়িয়ে যাই। কিন্তু এবার বাধ্য হয়েছি মুখ খুলতে। অশ্লীল ভাষা ব্যবহার করে কেউ নিজেকে অন্য স্তরে নিয়ে গেছে। অন্যকে ছোট করার আগে নিজের মন-মস্তিষ্ক ঠিক রাখা জরুরি।”

ভক্তরা শ্রীময়ীর এই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, অনলাইনে অশালীনতা ও ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই সঠিক সময়।

উল্লেখ্য, বিয়ের আগে থেকেই শ্রীময়ীর সঙ্গে কাঞ্চন মল্লিকের সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষ চলছিল। বয়সের অনেক দূরত্ব নিয়েও নিত্যদিন প্রশ্ন ওঠে। এবার শ্রীময়ীর প্রতিক্রিয়া সেসব সমালোচনার জবাব হিসেবে অনেকে ধরে নিয়েছেন।