বহুদিন পর শুভশ্রীর সঙ্গে পর্দায় ফিরেই বাজিমাত করেছেন অভিনেতা দেব। সিনেমা মুক্তির পর দর্শকঢল নেমেছে ওপার বাংলার প্রেক্ষাগৃহে। এমন সময়েই আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে তার কাছে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে ১০ বছরের দূরত্ব ঘুচিয়ে একমঞ্চে সময় কাটল।
দেব বললেন, অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম। ওরও জীবন বদলে গেছে।
সেদিন মঞ্চে তাদেরকে জিজ্ঞেস করা প্রশ্নগুলো দেবই ঠিক করে দিয়েছিলেন জানিয়ে এই নায়ক বলেন, আমাদের নিয়ে অনেকটা ‘নেগেটিভিটি’ ছিল। কখনও ও বলেছে, কখনও আমিও বলেছি। সেই নেতিবাচকতা মুছতে হবে— এই ভাবনা নিয়ে সেদিন আমরা মঞ্চে উঠেছিলাম। অনেক ভালো স্মৃতি রয়েছে একসঙ্গে। সেই বার্তা দেওয়া উদ্দেশ্য ছিল। সেসবই ভাগ করে নিতে চেয়েছি। যেন আমাদের অনুরাগীরাও সেই ভালো মুহূর্তগুলো, স্মৃতিগুলো উদ্যাপন করেন। এর বাইরে আর কিচ্ছু না। সেজন্যই তো প্রশ্নোত্তর পর্বের আয়োজন। এসব শুভশ্রীকেও জানানো হয়েছিল।