যৌনতাকে ‘সবচেয়ে পবিত্র বিষয়’ বললেন তামান্না ভাটিয়া

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১০:১২ এএম

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া যৌনতাকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এবং ‘সবচেয়ে পবিত্র বিষয়’ হিসেবে আখ্যায়িত করে সমাজে এর প্রতি প্রচলিত নোংরা দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করেছেন। 

তার এই স্পষ্টবাদী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। পর্দায় আবেদনময়ী চরিত্রে সাবলীল অভিনয়ের জন্য পরিচিত তমন্না মনে করেন, মানুষের মধ্যে যৌনতাকে লজ্জাজনক বা দোষের বিষয় হিসেবে দেখার যে প্রবণতা রয়েছে, তা আসলে ভুল শিক্ষা ও মানসিকতার ফল। 

তামান্না বলেন, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই নোংরা দৃষ্টিতে দেখা হয়। যখন কিছু মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা আপনাকে লজ্জিত ও দোষী অনুভব করানোর চেষ্টা করে। তারা চায়, আপনি যেন আপনার নিজের কাজের জন্য লজ্জিত হন।

এই ধরনের মানসিকতাকে তমন্না সবচেয়ে বড় ভুল বলে মনে করেন। তার কথায়, যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত অনুভব করাতে সক্ষম হবে, সেই মুহূর্তেই আপনি তার নিয়ন্ত্রণে চলে আসবেন।’

তিনি আরও বলেন, কী অদ্ভুত ভাবে আমরা সবচেয়ে পবিত্র বিষয় নিয়ে লজ্জিত বোধ করি, কারণ আমাদের এভাবেই ভাবতে শেখানো হয়েছে। আমরা ভাবতে থাকি, কী খারাপ কাজটাই না আমরা করে ফেললাম কিন্তু এটি তো জীবনেরই অংশ। এর জন্যই তো আজ আমাদের অস্তিত্ব রয়েছে এই দুনিয়ায়।