সিনেমায় না থাকার কারণ ব্যাখ্যা দিলেন আশীষ বিদ্যার্থী, সঙ্গে জানালেন এক শর্ত!

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:১৪ পিএম

বলিউড, টলিউড কিংবা দক্ষিণী সিনেমা- একাধারে ভারতের প্রায় সকল সিনেমা ইন্ডাস্ট্রিজ কাঁপানো আশীষ বিদ্যার্থী। দীর্ঘদিন ধরে বলিউডের সিনেমায় নেই কেন এই অভিনেতা! এবার তারই ব্যাখ্যা দিলেন পর্দার এই খলনায়ক; সঙ্গে জানালেন এক শর্ত!

এক ভিডিও বার্তায় অভিনেতা জানালেন, এখন থেকে তিনি শুধুমাত্র মুখ্য চরিত্রেই অভিনয় করতে চান– তা না হলে আর পর্দায় ফিরবেন না।

দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো ছবিতে নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও, কখনও প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে। এ নিয়ে এবার নিজের মনের কথা খোলামেলা ভাবে তুলে ধরলেন তিনি।

অভিনেতা বলেন, আমি জানি অনেকে জানতে চাইছেন, কেন আমি এখন আর বেশি ছবিতে দেখা যাচ্ছি না। সত্যি বলতে, আমি একজন ভালো অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি – মুখ্য চরিত্র।

ভিডিওতে আশীষ জানান, তিনি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তার কথায়, আগে পাইনি মানে এই না যে, এখনও পাবো না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।

ভিডিওর শেষে আশ্বাস দিয়ে বলেন, যেই মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। এই অভিনেতা এখনও হারিয়ে যায়নি।