চুপিসারে বাগদান, তারপর হঠাৎ করেই বিয়ে টলিউডে চমক দিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় জুটি শার্লি মোদক ও অভিষেক বসু। পাহাড়ে হানিমুন আর একসঙ্গে ভালোবাসায় ভরা সব ছবি যেন সাক্ষ্য দিচ্ছিল সুখী দাম্পত্যের। কিন্তু বিয়ের কয়েক মাস না যেতেই ভক্তদের প্রশ্ন তাদের কি বিচ্ছেদ হয়েছে।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, সম্প্রতি ইনস্টাগ্রামে অভিষেক ও শার্লির আলাদা পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিচ্ছেদের গুঞ্জন। শার্লি স্টোরিতে লেখেন, “কিছুই চিরস্থায়ী নয়।” অন্যদিকে, অভিষেকের পোস্ট “কিছু জিনিস মন ভেঙে দেয়, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে।”
এই রহস্যময় বার্তাগুলোর পর থেকেই অনুরাগীরা ধরে নিয়েছেন, মাত্র দুমাসের মধ্যে কি ভাঙনের পথে হাঁটছেন এই নবদম্পতি। তবে এখন পর্যন্ত দুজনের কেউ-ই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিষেকের প্রোফাইলে এখনো তাদের বিয়ের ছবিগুলো রয়েছে, শার্লির প্রোফাইলেও রয়েছে অভিষেকের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও ও ছবি।
২৯ এপ্রিল ২০২৫ তারিখে বিয়ে করেন অভিষেক ও শার্লি। বিয়ের পর অভিষেক জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ফুলকি’-তে কাজ শুরু করেন, আর শার্লি অভিনয় করছেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। কর্মজীবনে তারা ব্যস্ত থাকলেও ব্যক্তিজীবনের এই বার্তা অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এই মুহূর্তে তারা মুখ না খুললেও তাদের পোস্ট যে এক অদ্ভুত ইঙ্গিত দিচ্ছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে সম্পর্কের ভবিষ্যৎ কী, তা সময়ই বলে দেবে।