মধ্যপ্রাচ্যের চার দেশ মাতাচ্ছে শাকিবের ‘বরবাদ’

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৬:৫৭ পিএম
বরবাদে শাকিব খান। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চার দেশ মাতাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। ঈদুল ফিতরে দেশে মুক্তির পর সাড়া ফেলে ‘বরবাদ’। দেশীয় প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পায়। এবার মধ্যপ্রাচ্যে মুক্তি পেল সিনেমাটি।

বৃহস্পতিবার (১৫ মে) থেকে ‘বরবাদ’ মাতাচ্ছে মধ্যপ্রাচ্যের চার দেশ- সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইন।

এসব দেশে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ, যারা প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা পরিবেশন করছে।

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ নানা প্রক্রিয়ার কারণে সিনেমাটি রিলিজে কিছুটা সময় লেগেছে। আশা প্রকাশ করে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। তারা ‘বরবাদ’ উপভোগ করছেন।”

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা শাকিব খানের সঙ্গে আরো অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ।