আবার কনের সাজে অপু বিশ্বাস

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:২৪ এএম
অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় দক্ষতা ও উপস্থিতির মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। সিনেমার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব থাকেন এ তারকা। ভক্তদের সঙ্গে নানান রূপে হাজির হওয়াই তার অভ্যাস।

সম্প্রতি এক রিল ভিডিওতে ব্রাইডাল লুকে দেখা গেছে অপুর নতুন রূপ। কানে দুল, খোপায় সাদা ফুল আর চুমকি কাজ করা পোশাকে তাকে দেখে ভক্তরা অভিভূত হয়েছেন। ক্যাপশনে লিখেছেন তিনি—‘রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে।’

নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘এ যেন রূপকথার রাজকন্যা।’ আরেকজনের মন্তব্য, ‘অপু বিশ্বাস সত্যিই বেস্ট।’

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপু বিশ্বাস।

একসময় শাকিব-অপু জুটি হয়ে উঠে জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। তবে অনেকদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা। 

বাংলা সিনেমায় সালমান শাহ-শাবনূরের পর এতটা জনপ্রিয় জুটি আর আসেনি বলেই মনে করেন সমালোচকেরা। ২০১৭ সাল পর্যন্ত শাকিব-অপু জুটির মোট ৭২টি চলচ্চিত্র মুক্তি পায়, যা ঢাকাই ছবির ইতিহাসে বিরল অর্জন।