প্রাথমিক বিদ্যালয়ে কোন শ্রেণিতে কত বছর বয়সে ভর্তি করা যাবে

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১১:১১ এএম

সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভর্তির উপযুক্ত বয়স জানা। সরকার নির্ধারিত বয়স অনুযায়ী শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করাতে হবে— কোনো শ্রেণিতেই নির্ধারিত বয়সের কম-বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বয়সসীমা নির্ধারণ করেছে।

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিশুর বয়স হতে হবে ৬ বছর বা তার বেশি।

শ্রেণি অনুযায়ী বয়সসীমা ও জন্মতারিখ

 

শ্রেণি
নির্ধারিত বয়স  
জন্ম তারিখ (সর্বনিম্ন)
 
প্রাক্‌-প্রাথমিক ৫ বছর বা তার বেশি ০১ জানুয়ারি ২০২১
প্রথম শ্রেণি  
৬ বছর বা তার বেশি  
০১ জানুয়ারি ২০২০
 
দ্বিতীয় শ্রেণি  
৭ বছর বা তার বেশি  
০১ জানুয়ারি ২০১৯
 
তৃতীয় শ্রেণি  
৮ বছর বা তার বেশি  
০১ জানুয়ারি ২০১৮
 
চতুর্থ শ্রেণি  
৯ বছর বা তার বেশি  
০১ জানুয়ারি ২০১৭
 
পঞ্চম শ্রেণি  
১০ বছর বা তার বেশি  
০১ জানুয়ারি ২০১৬