জুয়ার আসর থেকে স্কুলশিক্ষক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৪, ০৬:৫০ পিএম

লালমনিরহাটের আদিতমারীর ভেলাবাড়ীতে জুয়ার আসর থেকে স্কুলশিক্ষকসহ আট যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ মে) দুপুরে তাদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ভেলাবাড়ী ফলিমারী বাজারে দোকানঘরে জুয়ার সামগ্রী ও নগদ ১০ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

[86176]

গ্রেপ্তাররা হলেন ফলিমারী এলাকার কালু চন্দ্রের ছেলে সারপুকুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মুকুল চন্দ্র (৩৮), একই এলাকার মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ধর্মকান্ত রায় (৩৫), কালিদাস চন্দ্রের ছেলে তারকচন্দ্র (৪৫), হলধর চন্দ্রের ছেলে সত্যজিৎ রায় (২৫), রুস্তম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪০), বীরেন্দ্রের ছেলে সুরেশ চন্দ্র (৩০), হাসান আলীর ছেলে কামাল হোসেন (২৫) এবং তালুক দুলালী এলাকার নুর মোহাম্মদের ছেলে মিলন মিয়া (৩৫)।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এক স্কুলশিক্ষকসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।