তীব্র গরমে রিকশাচালকদের জন্য ছাতা হাতে জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১, ২০২৪, ০৩:১৫ পিএম

তীব্র তাপদাহে ফরিদপুরে রিকশাচালকদের মাঝে ছাতা, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার শহরের রিকশাচালকদের হাতে এসব তুলে দেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ এস এম শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে তীব্র তাপদাহে রিকশাচালকদের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে একটি ছাতা, খাবার স্যালাইন ও পানি বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকতার বলেন, “শ্রমিক দিবসে রিকশাচালকদের জন্য তীব্র তাপদাহ মোকাবিলায় ছাতা, পানি ও স্যালাইন দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিনামূল্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম চলমান থাকবে।”