গরমে মারা গেছে দেড় লাখ মুরগি

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০১:০৬ পিএম
ব্রয়লার মুরগি। ছবি : সংগৃহীত

প্রচণ্ড গরমে মারা যাচ্ছে বিভিন্ন খামারের মুরগি। যশোরের একটি খামারে গত এক সপ্তাহে দেড় লক্ষাধিক মুরগি মারা গেছে। যশোর ছাড়া কক্সবাজার, পাবনা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন খামারেও মুরগি মারা যাচ্ছে। খামারিরা বলছেন, মুরগি মারা যাওয়ার পাশাপাশি ডিমের উৎপাদনও কমেছে।

যশোরের সবচেয়ে বড় মুরগির খামার আফিল অ্যাগ্রো লিমিটেড। এই খামারে সব মিলিয়ে ১৩ লাখ মুরগি ছিল। গত এক সপ্তাহে প্রচণ্ড গরমে এই খামারের দেড় লক্ষাধিক মুরগি মারা গেছে বলে খামারটির কর্মকর্তারা জানান।

আফিল অ্যাগ্রোর পরিচালক মাহবুব আলম একটি সংবাদমাধ্যমকে বলেন, “রোববার পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ব্রয়লার ও ১৪ হাজার লেয়ার মুরগি মারা গেছে। গরমে খামারে মুরগি রাখা যাচ্ছে না। ফলে বিক্রির উপযোগী না হলেও অপ্রাপ্তবয়স্ক ব্রয়লার মুরগি বাজারে বিক্রি করতে হচ্ছে। এতে আমাদের লোকসান হচ্ছে। খামারে মুরগি বাঁচিয়ে রাখতে গত এক সপ্তাহে অতিরিক্ত ৬০ লাখ টাকার ওষুধ ব্যবহার করতে হয়েছে।”