মাদক মামলায় হারুনের যাবজ্জীবন, খালাস পেলেন শরিফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৪, ০৭:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় হারুন অর রশিদ ওরফে হারুন (২৭) নামের এক যুবককে
যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় শরিফ নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হারুন অর রশিদ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার আব্দুল ওহাবের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ নভেম্বর (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা হারুনের বাড়িতে অভিযান চালান। অভিযানে একশ গ্রাম হেরোইনসহ হারুন ও তার চাচা শরিফকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযানিক দলের সদস্যদের ওপর আক্রমণ করে হারুন পালিয়ে যান।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমান তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর (সোমবার) হারুন ও শরিফকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২০ সালের ৪ অক্টোবর (রোববার) হারুন আদালতে আত্মসমর্পণ করেন। পরে মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।