সাবেক পিএসের কাছে আনোয়ার হোসেন মঞ্জুর হার

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১০:৪৯ পিএম
জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। ফাইল ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে নিজের সাবকে ব্যক্তিগত সহকারীর (পিএস) মহিউদ্দিন মহারাজের কাছে হারলেন জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

এ আসনে মহিউদ্দিন মহারাজ ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ হাজার ৫৪৪ ভোট। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পেয়েছেন ৬১ হাজার ৯৯৬ ভোট।  

মহিউদ্দিন মহারাজ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান। একসময় তিনি মঞ্জুর পিএস হিসেবেও কাজ করেছেন।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে নির্বাচনে পরাজিত হয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ আসন থেকে সাতবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া মঞ্জু এই প্রথমবার কোনো নির্বাচনে হারলেন।

২০০১ সালে জাতীয় পার্টি ভেঙে জেপি গঠিত হবার পর থেকে দলটি মাত্র একবারই- ২০১৪ সালে একটির বেশি আসনে জিতেছে। যে নির্বাচন বিএনপি-সহ প্রধান বিরোধী দলগুলো বর্জন করেছিল।