সাঁকো ভেঙে দুর্ভোগ হাজারো মানুষ

বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২, ১০:০৬ এএম
সাঁকো ভেঙে দুর্ভোগ হাজারো মানুষ

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের বেলতায় অবস্থিত মৌতার খালের ওপর স্থানীয়দের উদ্যোগে নির্মিত সাঁকোটি ভেঙে পড়েছে। এতে দশ গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের প্রায় দশটি গ্রামের মানুষ এই সাঁকো দিয়ে জেলা শহর ও ঝিকরগাছা উপজেলায় যাতায়াত করেন। নিজেদের সুবিধার জন্য কয়েকবছর আগে স্থানীয় এলাকাবাসী মিলে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। সাঁকোটির মাত্র ৩০০ ফুট দূরেই আছে পাকা রাস্তা।

স্থানীয় কয়েকজন চাষি বলেন, “কষ্ট করে সবজি চাষ করে এই সাঁকোর জন্য বাজারজাত করতে পারছি না। এখানে সাঁকোটি ভেঙে যাওয়ায় কোনো যানবাহন আসছে না। এমনকি জমিতে সার প্রয়োগ করতে হলে এখন মাত্র ৬-৭ মিনিটের রাস্তা ১ ঘণ্টা ঘুরে জমিতে আসতে হচ্ছে। ফলে আমাদের চাষের ফসল ও সবজি নিয়ে বিপদে আছি।”

কলেজ ছাত্র জাহিদ হাসান মুন্না জানান, আগে বাসা থেকে কলেজে যেতে মাত্র ২৫ মিনিট সময় লাগতো। কিন্তু সাঁকোটি ভেঙে যাওয়ায় পথ বেড়েছে প্রায় ৬-৭ কিলোমিটার। এতে সঠিক সময়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। দুর্ভোগের মধ্য দিয়ে কলেজে যাতায়াত করতে হচ্ছে।

ভুক্তভোগী সমাজসেবক নুর ইসলাম জানান, কয়েকবছর আগে চাঁদা তুলে এলাকাবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ওই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছিলো। ওই সাঁকো পার হয়েই ইউনিয়নের পন্ডিতপুর, শাড়াতলা, গোকার্ণ, দুর্গাপুর, চন্দ্রপুর, খলিসাখালী, পাকশিয়া, কাশিপুর, বাউন্ডারি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ যাতায়াত করে আসছিলো। কয়েকমাস আগে সাঁকোটি ভেঙে পড়ায় এলাকাবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী এম. এম. মামুন হাসান বলেন, “জরুরি ভিত্তিতে এখানে একটি পাকা সেতু নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।”