বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৭:৩২ পিএম

বগুড়ায় ৪৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে কাহালু উপজেলার বাংলাদেশ বেতার অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগোরা এলাকার সাইদুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৮), দক্ষিণ হোসেনপুর এলাকার মন্টু মন্ডলের ছেলে রায়হান মন্ডল (২৬) ও রাব্বি মন্ডল (২০)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে নওগাঁগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৫৬১৪) তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের ভেতর থেকে ৪৬ কেজি গাঁজা ও মোবাইলসহ রাসেল, রায়হান ও রাব্বিকে আটক করা হয়। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকটিকে জব্দ করা হয়।  

তিনি আরও জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া কাহালু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।