মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে। ঘাটের প্রবেশমুখে দীর্ঘ পাঁচ কিলোমিটার পর্যন্ত গাড়ির যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে বাড়ি ফেরা মানুষ।
এদিকে বাস, মাইক্রোবাস ও ট্রাকের পাশাপাশি মোটরসাইকেলে করে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বাড়ি ফিরছেন। চাপ সামলাতে শিমুলিয়ার ১ নম্বর ঘাট শুধুমাত্র মোটরসাইকেলের জন্য বরাদ্দ করা হয়েছে।
রোববার (১ মে) সকাল থেকেই শিমুলিয়া ঘাটে ভিড় করতে থাকে সাধারণ মানুষ। কিন্তু দীর্ঘ যানজট থাকায় পায়ে হেঁটেই ঘাটে যাচ্ছেন অনেকে। যাত্রী পরিবহনকারী গাড়িগুলো ফেরিতে উঠতে না পারলেও মোটরসাইকেল ঠিকই উঠতে পারছে। হাজারো মোটরসাইকেল ভিড় করছে ঘাটে।
এদিকে, পাটুরিয়া ঘাটেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে। গতকালের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম হলেও লঞ্চে যাত্রীচাপ বেড়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২১টি ফেরি ও ২২টি লঞ্চ চলাচল করছে।