পা পিছলে ট্রেনের নিচে পড়ে যাওয়া সেই ব্যক্তি মারা গেছেন

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১১:১০ এএম

গাজীপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। এ সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ থেকে একটি ট্রেন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার দিকে আসছিল। ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন পার হয়ে আসার পর এক ব্যক্তি দৌড়ে রেললাইন পার হচ্ছিলেন। একপর্যায়ে তিনি পা পিছলে ট্রেনের সামনে পড়ে যান। এ সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম আলী বলেন, ট্রেনের কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছেন বলে সংবাদ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।