৬ জাহাজ চট্টগ্রাম বন্দর ছাড়ল পণ্য বোঝাই না করে

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:০১ এএম
ছবি : সংগৃহীত

সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি ও পরিবহন মালিকদের যান চলাচল বন্ধের কারণে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় এক হাজার একক কনটেইনার রপ্তানি পণ্য বোঝাই না করেই বন্দর ছেড়েছে ৬টি জাহাজ। গতকাল শনিবার ও আজ রোববার সকালের বিভিন্ন সময় এসব জাহাজ জেটি ছেড়ে চলে যায়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন। তিনি জানান, বন্দরের জিসিবি, সিসিটি-১ ও ৩ এবং এনসিটি- ২, ৩, ৫ নম্বর জেটি থেকে এসব জাহাজ ছেড়ে গেছে। জাহাজগুলো হচ্ছে এক্সপ্রেস লোতসে, এমএসসি কাভায়া-২, সোল রেসিলেন্স, ইন্টারেশিয়া ফরোয়ার্ড, আমালফাই বে এবং এমএসসি সাইজিং।

খায়রুল আলম সুজন জানান, এসব জাহাজে এক হাজার ৬৫ একক কন্টেইনার পণ্য বোঝাই হতে পারেনি। যা সিঙ্গাপুর, চীন, শ্রীলঙ্কা, স্কটল্যান্ডের বন্দরে যাওয়ার কথা ছিল। কন্টেইনারগুলো বন্দরে যথাসময়ে না পৌঁছায় এই সংকট তৈরি হয়েছে। এতে ট্রান্সশিপমেন্ট বন্দরে মাদার ভ্যাসেলের শিডিউল বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে। 

বন্দরে মাশুল বৃদ্ধির প্রতিবাদে দুই দিন ধরে পণ্য ও কন্টেইনার পরিবহন বন্ধ রেখেছে ভারি যানবাহনের মালিকেরা। একই সঙ্গে রোববার সকাল থেকে ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রাম।