ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৮:৫৯ এএম
প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পরিত্যক্ত একটি জমির ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় সুজন দেবনাথ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় থানা পুলিশ উপজলার বালিথুবা পূর্ব ইউনিয়নর মানিকরাজ গ্রামের একটি বাগানের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎সুজন ওই গ্রামের খোকন দেবনাথের ছেলে।

সুজনের মা অঞ্জলী দেবনাথ জানান, সুজন সকালে গাছ কাটার কাজ করেছেন। পরে দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে তালুকদার বাড়ির পাশের বাগানে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।