যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১১:৪০ এএম
শামীম শেখ

খুলনার ডুমুরিয়ার ১৮ মাইলে শামীম শেখ নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ১৮ মাইল কলেজ রোড এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম শেখ সাতক্ষীরার তালা এলাকার আব্দুল শেখের ছেলে। তিনি ডুমুরিয়ার ১৮ মাইলে তার স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে থাকতেন।

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, শামীম শেখ ১৮ মাইল কলেজ রোডে তিনতলা বাড়িতে থাকতেন। সেখানে নিচতলায় ভাড়াটিয়া থাকতেন। দ্বিতীয় তলায় তার পরিবার থাকে এবং তৃতীয় তলা ফাঁকা ছিল। সেখানেই রাতে তাঁর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলাকাটা ছিল।