যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:৫০ এএম
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। এ সময় এক পক্ষের ৫টি বাড়িতে লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

বৌলাই চৌরাস্তা বাজার এলাকাসহ আশেপাশের এলাকায় শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ হয়। 

সংঘর্ষে নিহত যুবকের নাম ইমরানুল হক হিমেল (২৮)। তিনি বৌলাই মূলসতাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ছাড়া এ ঘটনায় আহতদের মধ্যে গুলিবিদ্ধ রাজিবের অবস্থা গুরুতর।

এলাকাবাসী জানায়, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন গ্রুপ ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদের মধ্যে শুক্রবার বেলা ১১টায় সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় রাজনের পক্ষের ইমরানুল হক হিমেল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে রাজনের লোকজন এমদাদের বাড়িসহ তার পক্ষের লোকজনের ৫টি বাড়ি লুটপাটের পর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনার তদন্ত করে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।