চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ১২:৫৬ পিএম
প্রতীকী ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চোর সন্দেহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরের সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারেক আজিজ (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মো. লোকমান (৩৫)। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামে। ঘটনার পর রাত নয়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আহত হয়েছেন পিডিবির ঠিকাদারের আরেক কর্মী মো. মোস্তাফিজ।

আহত মো. মোস্তাফিজ বলেন, তাদের ঠিকাদার বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করার পর অপ্রয়োজনীয় কিছু মালামাল একটি ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। গতকাল সন্ধ্যায় তিনি ও লোকমান সেই মালামাল নিয়ে ভাঙারির দোকানে যান। এ সময় তারেক আজিজ নামের একজন ব্যক্তি মালামালগুলো চুরি করা হয়েছে বলে অভিযোগ করেন। প্রকৃত ঘটনা জানানোর পরও তাদের দুজনকে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে লোকমানকে লোহার দণ্ড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

মোস্তাফিজ আরও বলেন, ‘আমাদের মারধরের সময় প্রায় ২০০ লোক সেখানে উপস্থিত ছিলেন। এরপরও তারেক আজিজ আমাদের চোর আখ্যা দিয়ে বেঁধে রাখেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর লোকমানের মৃত্যু হয়।’

এ বিষয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পর লোকমান মারা যান। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তারেক আজিজকে আটক করা হয়েছে।