২ বোন অহি ও ছহির পুকুরে ডুবে মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০২:৪৫ পিএম
ম্যাপ

নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই দুই শিশু হলো দক্ষিণ রাজারামপুর গ্রামের মহিন উদ্দিন ফরাজি বাড়ির কুয়েতপ্রবাসী বেলাল হোসেনের মেয়ে বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহি (৬)।

সেনবাগ থানার এসআই আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অহি ও ছহি দুই বোন স্থানীয় দুটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। সকালে রান্নাঘরে মাকে নাশতা প্রস্তুত করতে বলে তারা মাদ্রাসায় যাওয়ার জন্য ঘরের পাশের পুকুরে গোসল করতে যায়। এরপর মা নাশতা প্রস্তুত করে তাদের ফিরতে দেরি দেখে পুকুরঘাটে যান। সেখানে দুই বোনের জুতা দেখা গেলেও তাদেরকে না দেখে বাড়ির লোকজনকে বিষয়টি জানান তিনি।

এসআই আব্দুর রউফ আরও বলেন, বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাদের নিথর দেহ উদ্ধার করে পার্শ্ববর্তী দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।