নোয়াখালীর বেগমগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে জামায়াতের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় যুবদলের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করছেন জামায়াতের নেতারা। তবে যুবদলের পক্ষে এ ঘটনার দায় অস্বীকার করা হয়েছে। তারা বলছে, যুবদল নয়, ‘কিশোর গ্যাং’ ঘটিয়েছে এ ঘটনা।
রোববার (১৭ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাছরা গ্রামে ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. সজীব (২০) ও মো. তুষার (২১)। তারা দুজনই গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের রোববার রাত ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ আগস্ট গোপালপুর ইউনিয়নের আলী হায়দার উচ্চবিদ্যালয়ের মাঠে স্থানীয় বিএনপির কর্মীরা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। সেখানে খেলা দেখা নিয়ে স্থানীয় যুবদল ও জামায়াতের কিছু নেতাকর্মীর মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার বিষয়ে রোববার রাতে তুলাছরা গ্রামে একটি সমঝোতা বৈঠক ডাকা হয়। সেখানে সশস্ত্র হামলা চালান কিছু যুবক। এ সময় ঘটনাস্থলে গুলিতে দুই জামায়াত কর্মী আহত হন।
বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ফুটবল খেলা দেখা নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ চলে আসছিল। রোববার রাতে এ বিষয়ে ডাকা একটি সমঝোতা বৈঠকে একটি পক্ষ হামলা চালিয়েছে। এতে দুজন গুলিবিদ্ধ হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।